মো. মতিয়ার রহমান : রাজধানীর দারুসসালাম থানার অধীকাংশ ফুটপাত হকারদের দখলে চলে গেছে । বাড়ছে দুর্ঘটনা। হকার উচ্ছেঁদে কার্যকর ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। চলাচলে মানুষের ভোগান্তি বাড়ছে। এ বিষয় দারুস সালাম থানার পিআই (পেট্রোল ইনস্পেক্টর) মোস্তফা কামাল বলেন, নিয়মিত ফুটপাত থেকে অবৈধ দোকানিদের উচ্ছেঁদ করছি। একদিকে উচ্ছেঁদ করলে অন্য দিক দিয়ে আবার দোকানিরা বসার চেষ্টা করছে।
সরেজমিনে দেখা গেছে, থানার টেকনিক্যাল, টোলারবাগ, আনছার ক্যাম্প, কিয়াংসী চাইনিজ, মিরপুর-১, শাহআলী শপিং, শমসের ভবন, কোনাবাড়ি রোড, মাজার রোড, গাবতলী টার্মিনালের ফুটপাত জুড়ে দোকানিরা বিভিন্ন পণ্যের পসরা বসিয়ে বেঁচা-কেনা করছে।
সূত্র বলছে, এ সব দোকানিদের নিকট থেকে লাইনম্যান নামে এক শ্রেণির লোকজন নিয়মিত টাকা আদায় করছে। যারা টাকা আদায় করছে : টেকনিক্যাল-আব্বাস কবিরাজ, টোলারবাগ-আব্দুস সোবহান, আনছার ক্যাম্প- আবুলের মেয়ে রাবেয়া, আনছার ক্যাম্প উত্তর- মটর সাইকেল মিস্ত্রি সাইফুল, কিয়াংসী চাইনিজ- ফারুক, ক্যাপিটাল টাওয়ার- নুরু, মুক্তিযোদ্ধা হক প্লাজা- সোনা মিয়া, কো-অপারেটিভ মার্কেট-খলিল মিয়া, শমসের ভবন-হান্নান, গাবতলী পূর্ব- শাজাহান, গাবতলী পশ্চিম- সোবহানরা দোকানিদের নিকট থেকে নিয়মিত টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাইনম্যান কর্তৃক আদায়কৃত টাকা পিআই (পেট্রোল ইনস্পেক্টর) মোস্তফা কামালের গাড়ি চালক হাসান নিয়মিত বকরা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গাড়ি চালক হাসান বলেন, আমার বিরুদ্ধে ফুটপাতের টাকা আদায় করার অভিযোগটি সত্য নয়।
Customized By Design Host BD