1. motiarbtv@gmail.com : admin :
  2. superadmin@dainikmirpur.com : admin-1 :

৮৫ লাখ টাকায় শখ পূরণ করলেন নুসরাত

দৈনিক আলো রিপোর্ট:
  • প্রকাশ : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১১৮৪ বার পড়া হয়েছে

বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কিনে শখ পূরণ করেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আর তাই প্রায় প্রতি বছরই তার গাড়ি পরিবর্তনের কথা নয় শোনা যায়!

এবার ৮৫ লাখ টাকা দিয়ে একটি মার্সিডিজ কিনেছেন এ নায়িকা।

নতুন গাড়ি কেনার খবর গত বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন নুসরাত।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন- ‘ওয়েলকাল হোম বেবি’।

ফারিয়ার নতুন গাড়ির মডেল মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০। সাদা রঙের এ গাড়িটির বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো।

এর আগে ২০২০ সালের মার্চে কিনেছিলেন নীল রঙের টয়োটা সিএইচআর। ২০১৮ সালে নুসরাত ফারিয়া অডি এথ্রি মডেলের একটি গাড়ি কিনেছিলেন। তার আগে কিনেছিলেন টয়োটা জি করোলা।

Print Friendly, PDF & Email
আরো পড়ুন
© All rights reserved © dainikmirpur.com

Customized By Design Host BD