সরকারি ৩ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এসব নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেনকে বাংলাদেশ কৃষি ব্যাংকে এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নানকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।
অপর দিকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (বিকেবি) শিরীন আখতারকে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।
Customized By Design Host BD