রৌমারীতে ২নং শৌলমারী, ৪নং রৌমারী ও ৫নং যাদুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) রৌমারী উপজেলার সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, রৌমারী থানার অফিসার ইনর্চাজ মোন্তাছির বিল্লাহ সহ প্রমূখ।
২ নং শৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ২ নং শৌলমারী ইউনিয়নে নৌকা প্রতীকে লড়বেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ হাবিবুর রহমান হাবিল- লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.মমিনুল ইসলাম স্বতন্ত্র-হাতপাখা, মোঃ মিজানুর রহমান মিনু-মটর সাইকেল
মো. ছাইদুর রহমান-চশমা, ইউনুস খান-আনারস, ফরহাদ হোসেন-টেলিফোন এবং ঘোড়া মার্কায় আব্দুল মমিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪ নং রৌমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন মোঃ আফজাল হোসেন বিপ্লব, লাঙ্গল প্রতীকে আব্দুর রাজ্জাক লন্ডনী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাখোয়াত হোসেন লিপন-আনারস মার্কায়, আঃ রাজ্জাক- ঘোড়া মার্কায় এবং আবু শামীম হাবিব-মটর সাইকেল প্রতীক পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে ৫নং ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মোঃ মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখায় আব্দুল করিম, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাবলু – আনারস, শরবেশ আলী- ঘোড়া, জাইদুল ইসলাম -টেলিফোন আব্দুর রহমান- মটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন। তিন ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ১৯ জন। সংরক্ষিত নারী আসনে ৫৩ জন ও সাধারন সদস্য পদে ১২৭ জন সহ মোট ১৯৯ জন বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী ৫ জানুয়ারী তিনটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Customized By Design Host BD