1. motiarbtv@gmail.com : admin :
  2. superadmin@dainikmirpur.com : admin-1 :

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে চীন ভীত নয় বললেন ওয়াং ই

দৈনিক আলো রিপোর্ট:
  • প্রকাশ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৯৩৮ বার পড়া হয়েছে

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব সম্পর্কে লুকানোর কিছু নেই তবে দ্বিপাক্ষিক সহযোগিতা, সন্মানজনক আলোচনাকেই প্রাধান্য দেবে বেইজিং। স্পুটনিক

আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের কূটনীতি নিয়ে এক সিম্পোজিয়ামে ওয়াং বলেন যুক্তরাষ্ট্রে কিছু ব্যক্তি স্বীকার করতে চায় না যে অন্য দেশের উন্নয়নের অধিকার আছে। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধকে কৌশলগত ভুল সিদ্ধান্ত থেকে উদ্ভূত বলে মন্তব্য করেন।

তবে চীনা পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন যদি কোনো দ্বন্দ্বে অবতীর্ণ হতে হয় তাহলে তা নিরসনে প্রয়োজনে যুদ্ধ করবে বেইজিং। আলোচনা হওয়া উচিত সমান সহযোগিতার ভিত্তিতে। তা যেন উভয় পক্ষের জন্যে লাভবান হয়।

তিনি বলেন সহযোগিতা যেমন উভয় দেশকে লাভজনক করে তোলে তেমনি যুদ্ধ উভয় দেশকে ক্ষতিগ্রস্ত করে।

Print Friendly, PDF & Email
আরো পড়ুন
© All rights reserved © dainikmirpur.com

Customized By Design Host BD