1. motiarbtv@gmail.com : admin :
  2. superadmin@dainikmirpur.com : admin-1 :

ভিন্নধর্মী কাজ নিয়ে ছুটছেন অভিনেতা হিল্লোল

দৈনিক আলো রিপোর্ট:
  • প্রকাশ : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ১২৮৯ বার পড়া হয়েছে

একজন অভিনেতা হিসেবেই পরিচিত আদনান ফারুক হিল্লোল। নাটকের পাশাপাশি সিনেমাতেও অভিনয়ের অভিজ্ঞতা আছে তার। তবে ২০১৭ সাল থেকে নতুন এক পথে হাঁটছেন তিনি।

অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়ে বিভিন্ন ধরনের খাবার কিভাবে তৈরি হয় সেই কাজটির ভিডিও ধারণ করে তা নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করছেন। দর্শকের কাছে থেকে ব্যাপক সাড়াও পাচ্ছেন তিনি। বিভিন্ন বাবুর্চির রান্নার মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে তা প্রকাশ করছেন।

এভাবে প্রায় সারা দেশেই ছুটেছেন তিনি। এখন পর্যন্ত তার নিজের ইউটিউব চ্যানেলে ৩৫০ এর অধিক ভিডিও আপলোড করেছেন। বর্তমানে হিল্লোল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে অবস্থান করছেন। সেখানকার পাহাড়ি অঞ্চলের মানুষের খাবারের ভিডিও ধারণ করছেন। এটি শেষ করে চলতি মাসেই কক্সবাজারে যাবেন ফুড কনটেন্ট তৈরি করতে।

এসব কাজ প্রসঙ্গে হিল্লোল বলেন, শুরুতে এ কাজটি নিয়ে চিন্তায় ছিলাম। অভিনয়কে দূরে রেখে এ কাজটিতে সফল হবো কিনা। কিন্তু এখন দর্শকের কাছে প্রত্যাশাতীত সাড়া পাচ্ছি; যা আমার কাজের অনুপ্রেরণা। বিভিন্ন অঞ্চলে মানুষের খাদ্যাভাসের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দিতে পারছি। আগামী দিনেও এ কাজ অব্যাহত থাকবে।

এদিকে করোনাভাইরাস আসার আগে সপরিবারে আমেরিকায় যান হিল্লোল। সম্প্রতি দেশে ফেরেন তিনি। সেখানে যাওয়ার আগে শাহনেওয়াজ কাকলীর পরিচালনায় ‘ফ্রম বাংলাদেশ’ নামের একটি সিনেমায় অভিনয় করেন।

এছাড়া আমেরিকায় কাজী মারুফের পরিচালনায় ‘গ্রীন কার্ড’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেন। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাবে।

Print Friendly, PDF & Email
আরো পড়ুন
© All rights reserved © dainikmirpur.com

Customized By Design Host BD