1. motiarbtv@gmail.com : admin :
  2. superadmin@dainikmirpur.com : admin-1 :

ফিলিপাইনে উড়োজাহাজ বিধ্বস্ত: মৃত ১৯, ৪০ জনকে জীবিত উদ্ধার

দৈনিক আলো রিপোর্ট:
  • প্রকাশ : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৩৬ বার পড়া হয়েছে

ফিলিপাইনে অবতরণের পূর্বমুহূর্তে ৯২ জন আরোহী নিয়ে দেশটির বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আরোহীদের বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য। এছাড়াও উড়োজাহাজে ৩ জন পাইলট ও ৫ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেঞ্জানা।

এ পর্যন্ত ৪০ জনেরও বেশি আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিলিপাইনের সেনাবাহিনী প্রধান কিরিলিতো সবেজানা।

ফিলিপাইনের বিমানবাহিনীর C130 উড়োজাহাজটি আজ রবিবার সুলু প্রদেশের জুলু দ্বীপে অবতরণের মুহূর্তে বিধ্বস্ত হয়। এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

Print Friendly, PDF & Email
আরো পড়ুন
© All rights reserved © dainikmirpur.com

Customized By Design Host BD