দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহে কাবু হয়ে পড়েছে জনজীবন। প্রচন্ড শীতে কষ্টে দিননিপাত করছেন স্থানীয়রা। চলতি মাসের শেষ নাগাদ অঞ্চলটিতে মাঝারি থেকে তীব্র শীত নামার আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।
আজ সোমবার স্থানীয় আবহওয়া বিভাগের একটি সূত্র জানায়, জেলায় গত সপ্তাহ থেকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছেন পারদ। আজ সকাল নয়টার দিকেও ৮ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের কথা জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশা কেটে গেলেও হিম শীতল বাতাসে জনজীবনে ভোগান্তি বেড়েছে। নিম্ন আয়ের মানুষরা কাজহীন, কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে ও রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে তাদের।
Customized By Design Host BD